নারায়ণগঞ্জে হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তিনদিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩২
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

নারায়ণগঞ্জ, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারক মো. নূর মোহসীন এই আদেশ দেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আশিক মিয়া হত্যা মামলায় আনিসুল হককে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে ওঠানো হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, আজ সকাল ৯ টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনিসুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। আদালতে হাজির করার আগে তিনি কোর্ট হাজতে ছিলেন। আনিসুল হককে আদালত থেকে বের করার সময় স্থানীয় জনতা তার ফাঁসির দাবিতে শ্লোগান দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-সিলেট মহাসড়কে গুলিবিদ্ধ হন শ্রমিক আশিক মিয়া। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদি হয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ১১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

নিহত আশিক মিয়া (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার গকুলনগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০