সাবেক এমপি ফজলে করিমকে ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৮
সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আগামী ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ আইসিটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট আবেদনের ওপর শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার চৌধুরী ও সদস্য মহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বিচারিক প্যানেল আজ এ আবেদন মঞ্জুর করে তাকে চলতি মাসের ১৬ তারিখ হাজির করার আদেশ দেন।

সেইসঙ্গে, ট্রাইবুনালের দুটি মামলায় বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস জব্দ করার বিষয়ে প্রসিকিউশন আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।

প্রসিকিউশনের পক্ষে আজ শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম ও আব্দুল্লাহ আল নোমান। 

এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, তারেক আব্দুল্লাহ ও তানভীর হাসান জোহা।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিগত ১২ সেপ্টেম্বর গ্রেফতার হন এবিএম ফজলে করিম চৌধুরী।

আওয়ামী লীগের নেতা ও চট্টগ্রাম-৬ আসনের সাবেক এ সংসদ সদস্যর বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০