সাবেক এমপি ফজলে করিমকে ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৮
সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আগামী ১৬ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ আইসিটি মামলায় গ্রেফতার দেখানোর জন্য প্রোডাকশন ওয়ারেন্ট আবেদনের ওপর শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার চৌধুরী ও সদস্য মহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বিচারিক প্যানেল আজ এ আবেদন মঞ্জুর করে তাকে চলতি মাসের ১৬ তারিখ হাজির করার আদেশ দেন।

সেইসঙ্গে, ট্রাইবুনালের দুটি মামলায় বিভিন্ন প্রয়োজনীয় ডকুমেন্টস জব্দ করার বিষয়ে প্রসিকিউশন আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।

প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান।

প্রসিকিউশনের পক্ষে আজ শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম ও আব্দুল্লাহ আল নোমান। 

এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, তারেক আব্দুল্লাহ ও তানভীর হাসান জোহা।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিগত ১২ সেপ্টেম্বর গ্রেফতার হন এবিএম ফজলে করিম চৌধুরী।

আওয়ামী লীগের নেতা ও চট্টগ্রাম-৬ আসনের সাবেক এ সংসদ সদস্যর বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে ৮৪ রান বাংলাদেশের
বিএনপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন
কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত ও যৌন হয়রানি প্রতিরোধে সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্তির সুপারিশ
চাঁদপুরে আগুনে পুড়েছে ১১ ব্যবসা প্রতিষ্ঠান
১০