বিএসইসির সাবেক চেয়ারম্যান রুবাইয়াত ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীর কারাগারে

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩২
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবায়াত উল ইসলাম। ছবি: বাসস

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ তাদের ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা পৃথক দুই মামলায় তাদের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

একই সঙ্গে তাদের দশ দিনের রিমান্ড শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ধানমন্ডি থেকে ও একই দিন দিনগত রাতে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার করে পুলিশ।

আজ তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করে দুদক।

শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ২০২০ সালের ১৭ মে থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 

এসময় মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নামে ব্রেকারেজ হাউজের পরিচালক আসামি জাভেদ এ. মতিনের আমেরিকান নামসর্বস্ব মোনার্ক হোল্ডিং নামক কোম্পানির ব্যাংক হিসাব হতে চারটি ট্রান্সজেকশনের মাধ্যমে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ১ কোটি ৯২ লাখ টাকা প্রেরণ করেন। 

আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ব্যাংক একাইন্টের মাধ্যমে গৃহীত ঘুষকে বৈধতা প্রদানে জন্য অপর আসামি জাভেদ এ মতিনকে এ্যকর্ড এ্যাপারেল ইনকর্পোরেশন, ইউএসএ’র চেয়ারম্যান দেখিয়ে একটি ভুয়া বাড়িভাড়া চুক্তি করেন।

একইভাবে অপর একটি ঘটনায় আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কর্তৃক পরিচালিত কোম্পানি ২০২০ সালে রপ্তানি করার সরকারি অনুমোদনহীন ঝিন বাংলা ফেব্রিক্সের সঙ্গে ভুয়া পণ্যবিক্রয় চুক্তি দেখিয়ে উক্ত কোম্পানির ব্যাংক হিসাবে ৩ লাখ ৬১ হাজার টাকা দেশে এনে নিজের ঋণ পরিশোধ বাবদ ৮৯ লাখ ২৬ হাজার ২৯৬ টাকা ও বিভিন্ন তারিখে নগদ উত্তোলন করে ৯৫ লাখ ২ হাজার ৫২৪ টাকাসহ  ১ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৮২০ টাকা ঘুষ গ্রহণ করেছেন।

দুটি ঘটনায় আসামী শিবলী রুবাইয়াত উল ইসলাম ৩ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ৮২০ টাকা ঘুষ গ্রহণ করেছেন এবং তার সহযোগীদেরকে তার অবৈধ অর্থ ব্যাংকিং চ্যানেলে দেশে আনার ব্যবস্থা করার মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটন করায় ৬ আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের মামলার অভিযোগ থেকে জানা যায়, ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের নামে মোট ৭২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৫২৮ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে যার বিপরীতে তার গ্রহণযোগ্য আয় ৫৩ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৬৭ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ২৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৯০৮ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত ১৬ বছরে রেলের বিভিন্ন প্রকল্পের কাজ নেওয়ার অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইফয়েড টিকাদান অভিযান সফল করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : ফয়জুল
গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে একব্যক্তির মৃত্যু
প্রতিরক্ষা সচিবের পরিচয় ভুয়া ব্যবহার করে প্রতারণা
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব
নরসিংদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা 
আনোয়ারায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে জেলে নিখোঁজ
হ্যাক দ্য এআই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
নীলফামারীতে প্রেসক্লাব লাইব্রেরীর উদ্বোধন
ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি
সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের
১০