বিএসইসির সাবেক চেয়ারম্যান রুবাইয়াত ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীর কারাগারে

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩২
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবায়াত উল ইসলাম। ছবি: বাসস

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ তাদের ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা পৃথক দুই মামলায় তাদের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

একই সঙ্গে তাদের দশ দিনের রিমান্ড শুনানির জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ধানমন্ডি থেকে ও একই দিন দিনগত রাতে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার করে পুলিশ।

আজ তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করে দুদক।

শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ২০২০ সালের ১৭ মে থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 

এসময় মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নামে ব্রেকারেজ হাউজের পরিচালক আসামি জাভেদ এ. মতিনের আমেরিকান নামসর্বস্ব মোনার্ক হোল্ডিং নামক কোম্পানির ব্যাংক হিসাব হতে চারটি ট্রান্সজেকশনের মাধ্যমে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ১ কোটি ৯২ লাখ টাকা প্রেরণ করেন। 

আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ব্যাংক একাইন্টের মাধ্যমে গৃহীত ঘুষকে বৈধতা প্রদানে জন্য অপর আসামি জাভেদ এ মতিনকে এ্যকর্ড এ্যাপারেল ইনকর্পোরেশন, ইউএসএ’র চেয়ারম্যান দেখিয়ে একটি ভুয়া বাড়িভাড়া চুক্তি করেন।

একইভাবে অপর একটি ঘটনায় আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কর্তৃক পরিচালিত কোম্পানি ২০২০ সালে রপ্তানি করার সরকারি অনুমোদনহীন ঝিন বাংলা ফেব্রিক্সের সঙ্গে ভুয়া পণ্যবিক্রয় চুক্তি দেখিয়ে উক্ত কোম্পানির ব্যাংক হিসাবে ৩ লাখ ৬১ হাজার টাকা দেশে এনে নিজের ঋণ পরিশোধ বাবদ ৮৯ লাখ ২৬ হাজার ২৯৬ টাকা ও বিভিন্ন তারিখে নগদ উত্তোলন করে ৯৫ লাখ ২ হাজার ৫২৪ টাকাসহ  ১ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৮২০ টাকা ঘুষ গ্রহণ করেছেন।

দুটি ঘটনায় আসামী শিবলী রুবাইয়াত উল ইসলাম ৩ কোটি ৭৬ লাখ ২৮ হাজার ৮২০ টাকা ঘুষ গ্রহণ করেছেন এবং তার সহযোগীদেরকে তার অবৈধ অর্থ ব্যাংকিং চ্যানেলে দেশে আনার ব্যবস্থা করার মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটন করায় ৬ আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের মামলার অভিযোগ থেকে জানা যায়, ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের নামে মোট ৭২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৫২৮ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে যার বিপরীতে তার গ্রহণযোগ্য আয় ৫৩ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৬৭ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ২৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৯০৮ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত ১৬ বছরে রেলের বিভিন্ন প্রকল্পের কাজ নেওয়ার অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেন্দ্রীয় কমিটি ছাড়া ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সকল কমিটি স্থগিত
শান্তি আলোচনার জন্য মালয়েশিয়ায় বৈঠক করবেন থাই ও কাম্বোডিয়ান নেতারা: ব্যাংকক
গাজার ‘মানবিক বিরতি’কে অনাহারক্লিষ্টদের সহায়তায় ব্যবহার করবে জাতিসংঘ
গাজায় বিমান থেকে ২৫ টন ত্রাণ সামগ্রী ফেলেছে জর্ডান ও আমিরাত
ব্র্যাডম্যান-গাভাস্কারের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন গিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার
১০