৫ আগস্টের ঐক্য ধরে রাখতে হবে : শামসুজ্জামান দুদু

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০০
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে নাগরিক সমাবেশে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: বাসস

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদেরকে ৫ আগস্টের যে ঐক্য, সেটা ধরে রাখতে হবে।

তিনি বলেন, ‘দেশের জনগণ যতই সজাগ থাকুক, সরকারকে সজাগ না হলে ফ্যাসিবাদের দোসরদের শক্তি বাড়বে। তারা বাংলাদেশের সম্ভাবনাকে ধ্বংস করে দেবে। সেই ধ্বংসের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদেরকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।’

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে নাগরিক সমাবেশে তিনি একথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপি’র এই সিনিয়র বলেন, বর্তমান সরকারকে মানুষের ভাত ও ভোটের অধিকার দিতে হবে। তাদের নিরাপত্তার দিকে নজর দিতে হবে। 

তিনি আরো বলেন, ‘মানুষের মাঝে যে স্বস্তিহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই স্বস্তি ফিরিয়ে আনতে হবে। এর বাইরে স্বৈরাচার শেখ হাসিনার অনুচররা যেসব জায়গায় এখনও রয়ে গেছে, তাদের সরাতে তড়িৎ গতিতে ব্যবস্থা নিতে হবে।’

দেশের জনগণ, গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও বিএনপি’র নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজেরা বিভক্ত হলে স্বৈরতন্ত্র শক্তিশালী হবে। তাই যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদেরকে সজাগ থাকতে হবে। ৫ আগস্টের যে ঐক্য, সেই ঐক্য ধরে রাখতে হবে।’

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় বিমান থেকে ২৫ টন ত্রাণ সামগ্রী ফেলেছে জর্ডান ও আমিরাত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার
গাজায় ‘অনাহারক্লিষ্ট’ বেসামরিক জনগণকে সাহায্য দিতে নেতানিয়াহুকে মের্ৎসের আহ্বান
মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স বাস্তবায়নে অটল রয়েছে সরকার
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বৃক্ষরোপণ ও ক্রীড়া প্রতিযোগিতা
মেসিহীন ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করল মায়ামি
১০