জুলাই গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার না হলে গণঅধিকার পরিষদের আন্দোলনের হুমকি

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৯
রংপুরে জুলাই গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল। ছবি: বাসস

রংপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): গণঅধিকার পরিষদ নেতারা জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।

আজ বুধবার বিকেলে নগরীর কাচারি বাজার এলাকায় গণঅধিকার পরিষদের রংপুর জেলা শাখা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি থেকে তারা এই হুমকি দেন।

এর আগে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের সিনিয়র সদস্য হানিফ খান সজীবের নেতৃত্বে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

মিছিলটি সিটি বাজার প্রদক্ষিণ করে কাচারি বাজারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সিনিয়র সদস্য হানিফ খান সজিব, সাবেক  জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক শের-ই-খোদা আসাদুল্লাহ, সাবেক সদস্য-সচিব আশিকুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি আরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

হানিফ খান সজিব সতর্ক করে দিয়ে বলেন, ‘বিপ্লবের ছয় মাস পরেও সরকার গণহত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। এখনও বিচার শুরু হয়নি। এটি জুলাই বিপ্লবের সাথে প্রহসন। দাবি অবিলম্বে পূরণ না হলে, দেশের ছাত্র-জনতা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’

পরে গণঅধিকার পরিষদের নেতারা জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচারের দাবিতে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় তোফায়েলের ছেলে বিপ্লব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএমইউতে কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
জলবায়ু সংকট উপকারী প্রজাতির প্রাণীর বিলুপ্তি ত্বরান্বিত করছে
গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর
চট্টগ্রামে জাহাজ থেকে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জুলাই
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
ঝালকাঠিতে ১০ শহীদের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: অতিরিক্ত চিকিৎসাকর্মী চাইলেন রিইউনিয়নের হাসপাতাল প্রধান
উপদেষ্টার ভুয়া উক্তি নিয়ে নিউজের ছড়াছড়ি সনাক্ত : বাংলাফ্যাক্ট
১০