জুলাই গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার না হলে গণঅধিকার পরিষদের আন্দোলনের হুমকি

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৯
রংপুরে জুলাই গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল। ছবি: বাসস

রংপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): গণঅধিকার পরিষদ নেতারা জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।

আজ বুধবার বিকেলে নগরীর কাচারি বাজার এলাকায় গণঅধিকার পরিষদের রংপুর জেলা শাখা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি থেকে তারা এই হুমকি দেন।

এর আগে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের সিনিয়র সদস্য হানিফ খান সজীবের নেতৃত্বে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

মিছিলটি সিটি বাজার প্রদক্ষিণ করে কাচারি বাজারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সিনিয়র সদস্য হানিফ খান সজিব, সাবেক  জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক শের-ই-খোদা আসাদুল্লাহ, সাবেক সদস্য-সচিব আশিকুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি আরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

হানিফ খান সজিব সতর্ক করে দিয়ে বলেন, ‘বিপ্লবের ছয় মাস পরেও সরকার গণহত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। এখনও বিচার শুরু হয়নি। এটি জুলাই বিপ্লবের সাথে প্রহসন। দাবি অবিলম্বে পূরণ না হলে, দেশের ছাত্র-জনতা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’

পরে গণঅধিকার পরিষদের নেতারা জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচারের দাবিতে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার ‘মানবিক বিরতি’কে অনাহারক্লিষ্টদের সহায়তায় ব্যবহার করবে জাতিসংঘ
গাজায় বিমান থেকে ২৫ টন ত্রাণ সামগ্রী ফেলেছে জর্ডান ও আমিরাত
ব্র্যাডম্যান-গাভাস্কারের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন গিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার
গাজায় ‘অনাহারক্লিষ্ট’ বেসামরিক জনগণকে সাহায্য দিতে নেতানিয়াহুকে মের্ৎসের আহ্বান
মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স বাস্তবায়নে অটল রয়েছে সরকার
১০