জুলাই গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার না হলে গণঅধিকার পরিষদের আন্দোলনের হুমকি

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৯
রংপুরে জুলাই গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল। ছবি: বাসস

রংপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): গণঅধিকার পরিষদ নেতারা জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।

আজ বুধবার বিকেলে নগরীর কাচারি বাজার এলাকায় গণঅধিকার পরিষদের রংপুর জেলা শাখা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি থেকে তারা এই হুমকি দেন।

এর আগে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের সিনিয়র সদস্য হানিফ খান সজীবের নেতৃত্বে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

মিছিলটি সিটি বাজার প্রদক্ষিণ করে কাচারি বাজারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সিনিয়র সদস্য হানিফ খান সজিব, সাবেক  জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক শের-ই-খোদা আসাদুল্লাহ, সাবেক সদস্য-সচিব আশিকুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি আরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

হানিফ খান সজিব সতর্ক করে দিয়ে বলেন, ‘বিপ্লবের ছয় মাস পরেও সরকার গণহত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। এখনও বিচার শুরু হয়নি। এটি জুলাই বিপ্লবের সাথে প্রহসন। দাবি অবিলম্বে পূরণ না হলে, দেশের ছাত্র-জনতা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’

পরে গণঅধিকার পরিষদের নেতারা জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচারের দাবিতে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইফয়েড টিকাদান অভিযান সফল করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : ফয়জুল
গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে একব্যক্তির মৃত্যু
প্রতিরক্ষা সচিবের পরিচয় ভুয়া ব্যবহার করে প্রতারণা
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব
নরসিংদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা 
আনোয়ারায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে জেলে নিখোঁজ
হ্যাক দ্য এআই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
নীলফামারীতে প্রেসক্লাব লাইব্রেরীর উদ্বোধন
ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি
সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের
১০