জুলাই গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার না হলে গণঅধিকার পরিষদের আন্দোলনের হুমকি

বাসস
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৯
রংপুরে জুলাই গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল। ছবি: বাসস

রংপুর, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): গণঅধিকার পরিষদ নেতারা জুলাই-আগস্ট বিপ্লবে গণহত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।

আজ বুধবার বিকেলে নগরীর কাচারি বাজার এলাকায় গণঅধিকার পরিষদের রংপুর জেলা শাখা আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি থেকে তারা এই হুমকি দেন।

এর আগে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের সিনিয়র সদস্য হানিফ খান সজীবের নেতৃত্বে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

মিছিলটি সিটি বাজার প্রদক্ষিণ করে কাচারি বাজারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সিনিয়র সদস্য হানিফ খান সজিব, সাবেক  জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক শের-ই-খোদা আসাদুল্লাহ, সাবেক সদস্য-সচিব আশিকুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের জেলা সভাপতি আরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

হানিফ খান সজিব সতর্ক করে দিয়ে বলেন, ‘বিপ্লবের ছয় মাস পরেও সরকার গণহত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। এখনও বিচার শুরু হয়নি। এটি জুলাই বিপ্লবের সাথে প্রহসন। দাবি অবিলম্বে পূরণ না হলে, দেশের ছাত্র-জনতা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’

পরে গণঅধিকার পরিষদের নেতারা জুলাই-আগস্ট বিপ্লবের শহিদদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচারের দাবিতে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০