ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে: সুলতান সালাউদ্দিন টুকু

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৩
বৃহস্পতিবার টাঙ্গাইল শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: বাসস

টাঙ্গাইল, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বিএনপি'র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। দেশে যখন জনগণের মূল্য থাকে না তখন সরকার স্বৈরাচার হয়ে যায়। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মনে রাখতে হবে এ দেশের মালিক হচ্ছে জনগণ। জনগণের অধিকার হরণ করবে আগামীতে এ ধরনের শাসন ব্যবস্থা আমরা  চাই না।

আজ বৃহস্পতিবার দুপুরে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানে পিঠা উৎসব শেষে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করেছেন। ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু ও জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম প্রমুখ।

এর আগে সকালে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় জেলার ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে হেলিকপ্টারে চড়িয়ে ঘোরানো হয়। ব্যাতিক্রমী আয়োজন সাড়া ফেলে উৎসবে আসা মানুষের মাঝে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইফয়েড টিকাদান অভিযান সফল করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : ফয়জুল
গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে একব্যক্তির মৃত্যু
প্রতিরক্ষা সচিবের পরিচয় ভুয়া ব্যবহার করে প্রতারণা
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব
নরসিংদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা 
আনোয়ারায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে জেলে নিখোঁজ
হ্যাক দ্য এআই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
নীলফামারীতে প্রেসক্লাব লাইব্রেরীর উদ্বোধন
ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি
সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের
১০