সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৫
লক্ষ্মীপুরে চার সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকদের মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বক্তৃতা করেন। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : লক্ষ্মীপুরে চার সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের যৌথ উদ্যোগে আজ সকালে  জেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়। 

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর হামলা পরিকল্পিত। এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। হামলা ও গুলির উদ্দেশ্য ছিল সাংবাদিকদের হত্যা করা। 
তারা অনতিবিলম্বে হামলার সাথে জড়িতদের চিহিৃত করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আরো তৎপর হওয়ার আহ্বান জানান। তারা বলেন, এ ঘটনার সাথে আরো কারা জড়িত রয়েছে, সেটা বের করুন। দ্রুত ব্যবস্থা নিন। অন্যথায় আরো কঠোর কর্মসূচী দেয়া হবে। 

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কারো জন্য কাম্য নয়। যারা সাংবাদিকদের ওপর হামলা চালাচ্ছে, তারা সন্ত্রাসী। তারা কোন দলের কর্মী ও সমর্থক হতে পারেনা। অনতিবিলম্বে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের আহবান জানান তিনি।’

উল্লেখ্য, সোমবার বিকেলে সদর উপজেলার গনেশ্যামপুর এলাকায় মারামারি ও জমি দখলের সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহের জন্য লক্ষ্মীপুর থেকে দুইটি মোটসাইকেল যোগে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন চার সাংবাদিক। এসময় দত্তপাড়া কলেজ থেকে কিছুদুর সামনে গেলে গনেশ্যামপুর এলাকায় ৭ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে সাংবাদিক রফিকুল ইসলাম বিষয়টি জানার চেষ্টা করলে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে তার মাথা ফেটে যায়। 

এরপর অন্য সাংবাদিকরা বাধা দিলে তাদের ওপর হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ফয়সাল মাহমুদের গায়ে গুলি লাগে। এসময় হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা,  মোবাইল ও নগদ টাকা পয়সা লুটে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত সাংবাদিক রফিকুল ইসলাম, আলাউদ্দিন ও ফয়সাল মাহমুদকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি  করে। 

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাবেক সভাপতি আহম মোস্তাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন, সহ-সভাপতি এমজে আলম, সাধারণ সম্পাদক আব্বাছ হোসেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আনিস কবির, সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন, সাইফুল ইসলাম স্বপন, হাবিবুর রহমান সবুজ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুর নূর ও এম এ মমিন প্রমুখ। জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্র ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা এ সমাবেশে অংশ নেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইফয়েড টিকাদান অভিযান সফল করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : ফয়জুল
গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে একব্যক্তির মৃত্যু
প্রতিরক্ষা সচিবের পরিচয় ভুয়া ব্যবহার করে প্রতারণা
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব
নরসিংদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা 
আনোয়ারায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে জেলে নিখোঁজ
হ্যাক দ্য এআই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
নীলফামারীতে প্রেসক্লাব লাইব্রেরীর উদ্বোধন
ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি
সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের
১০