জাতীয় পতাকা অবমাননার মামলায় ডা. কথক দু’দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬

চট্টগ্রাম, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলায় গ্রেফতারকৃত  ডা. কথক দাসের (৪০) দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সরকার হাসান শাহরিয়ার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন। 

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সনাতনী হিন্দু জাগরণ মঞ্চের নেতা ও বহিস্কৃত ইসকন সংগঠক চিন্ময় দাস ব্রহ্মচারীরসহ ১৯ জনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় গত বছরের ৩১ অক্টোবর পতাকা অবমাননার দায়ে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছিল, সেই মামলার এজাহারনামীয় আসামি ডা. কথক দাস। আজ বৃহস্পতিবার তাকে আদালতে তুলে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

এর আগে বুধবার রাতে ডা. কথক দাসকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। এরপর তাকে  চট্টগ্রাম মেট্রোপলিটনের কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 
ডা. কথক দাস একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের মাইক্রো, লেজার ও ফ্যাকো সার্জন এবং বাংলাদেশ আই হসপিটালের কনসালটেন্ট। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শান্তি আলোচনার জন্য মালয়েশিয়ায় বৈঠক করবেন থাই ও কাম্বোডিয়ান নেতারা: ব্যাংকক
গাজার ‘মানবিক বিরতি’কে অনাহারক্লিষ্টদের সহায়তায় ব্যবহার করবে জাতিসংঘ
গাজায় বিমান থেকে ২৫ টন ত্রাণ সামগ্রী ফেলেছে জর্ডান ও আমিরাত
ব্র্যাডম্যান-গাভাস্কারের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন গিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
তিন ভেন্যুতে হবে এনসিএল টি-টোয়েন্টি
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত 
রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধির অস্তিত্ব নেই: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা দেবে সৌদি সরকার
গাজায় ‘অনাহারক্লিষ্ট’ বেসামরিক জনগণকে সাহায্য দিতে নেতানিয়াহুকে মের্ৎসের আহ্বান
১০