জাতীয় পতাকা অবমাননার মামলায় ডা. কথক দু’দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬

চট্টগ্রাম, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলায় গ্রেফতারকৃত  ডা. কথক দাসের (৪০) দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সরকার হাসান শাহরিয়ার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন। 

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সনাতনী হিন্দু জাগরণ মঞ্চের নেতা ও বহিস্কৃত ইসকন সংগঠক চিন্ময় দাস ব্রহ্মচারীরসহ ১৯ জনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় গত বছরের ৩১ অক্টোবর পতাকা অবমাননার দায়ে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছিল, সেই মামলার এজাহারনামীয় আসামি ডা. কথক দাস। আজ বৃহস্পতিবার তাকে আদালতে তুলে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

এর আগে বুধবার রাতে ডা. কথক দাসকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। এরপর তাকে  চট্টগ্রাম মেট্রোপলিটনের কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 
ডা. কথক দাস একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের মাইক্রো, লেজার ও ফ্যাকো সার্জন এবং বাংলাদেশ আই হসপিটালের কনসালটেন্ট। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইফয়েড টিকাদান অভিযান সফল করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : ফয়জুল
গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে একব্যক্তির মৃত্যু
প্রতিরক্ষা সচিবের পরিচয় ভুয়া ব্যবহার করে প্রতারণা
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব
নরসিংদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা 
আনোয়ারায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে জেলে নিখোঁজ
হ্যাক দ্য এআই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
নীলফামারীতে প্রেসক্লাব লাইব্রেরীর উদ্বোধন
ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি
সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের
১০