জাতীয় পতাকা অবমাননার মামলায় ডা. কথক দু’দিনের রিমান্ডে

বাসস
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৬

চট্টগ্রাম, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলায় গ্রেফতারকৃত  ডা. কথক দাসের (৪০) দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সরকার হাসান শাহরিয়ার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন। 

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সনাতনী হিন্দু জাগরণ মঞ্চের নেতা ও বহিস্কৃত ইসকন সংগঠক চিন্ময় দাস ব্রহ্মচারীরসহ ১৯ জনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় গত বছরের ৩১ অক্টোবর পতাকা অবমাননার দায়ে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছিল, সেই মামলার এজাহারনামীয় আসামি ডা. কথক দাস। আজ বৃহস্পতিবার তাকে আদালতে তুলে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’

এর আগে বুধবার রাতে ডা. কথক দাসকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। এরপর তাকে  চট্টগ্রাম মেট্রোপলিটনের কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
 
ডা. কথক দাস একজন চক্ষু বিশেষজ্ঞ। তিনি লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের মাইক্রো, লেজার ও ফ্যাকো সার্জন এবং বাংলাদেশ আই হসপিটালের কনসালটেন্ট। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০