বেনজীরের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন 

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৩

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ কর্তৃক রাষ্ট্রবিরোধী গোপন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

আজ শনিবার বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত আইজিপি সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখ ও সাধারণ সম্পাদক ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এক প্রতিবাদ লিপিতে বলেন, সম্প্রতি সীমাহীন দুর্নীতির দায়ে অভিযুক্ত, বিতর্কিত ও বিদেশে পলাতক সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ- এর একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের গোচরীভূত হয়েছে। 

এতে বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ এই পলাতক কর্মকর্তার এহেন বক্তব্য পুলিশ বাহিনীতে কর্মরত সকল সদস্যকে অত্যন্ত ক্ষুব্ধ করেছে। ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ নিজের জীবন বিসর্জন দিয়ে নতুন যে বাংলাদেশ বিনির্মাণের আলোকবর্তিকা স্থাপন করেছে পুলিশ বাহিনী সেই আলোকবর্তিকার আলোতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ়চিত্তে নিরলসভাবে কাজ করে চলেছে। সেই লক্ষ্যেই পুলিশ বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও অন্যান্য অপারেশনাল কাজে বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে অহর্নিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

এতে আরও বলা হয়, পলাতক ও দুর্নীতিগ্রস্ত এই কর্মকর্তার এহেন ঔদ্ধত্যপূর্ণ ও অবাস্তব বক্তব্যকে পুলিশ সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। বিগত সরকারের আমলে এই গণহত্যার সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে প্রতিটি পুলিশ সদস্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ।

প্রতিবাদ লিপিতে বলা হয়, পতিত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ কারো সাথে যোগাযোগ রক্ষা করাকে এই বাহিনীর প্রতিটি সদস্য অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরণের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
টাইফয়েড টিকাদান অভিযান সফল করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : ফয়জুল
গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে একব্যক্তির মৃত্যু
প্রতিরক্ষা সচিবের পরিচয় ভুয়া ব্যবহার করে প্রতারণা
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর সংখ্যা নিয়ে টিআইবির দাবি ‘ভিত্তিহীন’: প্রেস সচিব
নরসিংদীতে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা 
আনোয়ারায় বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার পথে জেলে নিখোঁজ
হ্যাক দ্য এআই প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
নীলফামারীতে প্রেসক্লাব লাইব্রেরীর উদ্বোধন
ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের শেষ সময়ের প্রস্তুতি
সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের
১০