উচ্চশিক্ষায় বাংলার প্রয়োজনীয়তায় জোর দিয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ হারুন-অর-রশিদ 

বাসস
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৭
অধ্যাপক মোহাম্মদ হারুন-অর-রশিদ। ফাইল ছবি

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : খালিকুজ্জামান ইলিয়াস বলেছেন, অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে বাংলা প্রচলনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী বিরল প্রকৃতির একজন মানুষ।

আজ শনিবার বিকেল চারটায় অমর একুশে বইমেলা ২০২৫’র ৮ম দিনে মূলমঞ্চে অনুষ্ঠিত ‘একজন মোহাম্মদ হারুন-অর-রশিদ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন রফিক-উম-মুনীর চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন আবদুস সেলিম এবং মোহাম্মদ হারুন রশিদ।

রফিক-উম-মুনীর চৌধুরী বলেন, মোহাম্মদ হারুন-উর-রশিদ ছিলেন একাধারে শিক্ষক, শিক্ষাবিদ, প্রশাসক, কবি, লেখক, অনুবাদক ও সুফিবাদ চর্চাকারী। তার লেখালেখির জগৎ বিচিত্র। তিনি ভাষা-সমাজ-শিক্ষা প্রসঙ্গে জ্ঞানগর্ভ প্রবন্ধ যেমন লিখেছেন, তেমনি রচনা করেছেন সুখপাঠ্য ভ্রমণকাহিনি। অনুবাদের ক্ষেত্রেও তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 

তিনি বলেন, তার লেখনি ও ভাষার অন্যতম আকর্ষণীয় বিষয় হলো সহজবোধ্যতা ও রসবোধ। সময়ের পেক্ষাপটে তার চিন্তাচেতনা বেশ আধুনিক ও সময়োপযোগী ছিল, যার আবেদন বর্তমান সময়ের প্রেক্ষাপটে আরও অর্থবহ হয়ে উঠেছে।

আলোচকরা বলেন, অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ ছিলেন একজন সৎ, সাহসী, আপসহীন, ক্ষণজন্মা, মেধাবী ও আত্মমর্যাদাসম্পন্ন মানুষ। তিনি বাংলাদেশের সুফিবাদ ও সুফি-সাহিত্যের একজন বিশিষ্ট লেখক। অনুবাদকর্মের পাশাপাশি সংস্কৃতি ও সাহিত্য সমালোচক হিসেবেও তিনি তার গভীর জ্ঞানের পরিচয় দিয়েছেন।

তারা বলেন,  তিনি ছিলেন সংবেদনশীল এবং বন্ধুবৎসল একজন মানুষ। ব্যক্তিজীবনে অত্যন্ত স্বাধীনচেতা মোহাম্মদ হারুন-উর-রশিদ একজন শুদ্ধ, লড়াকু এবং গভীর প্রজ্ঞাময় মানুষ হিসেবে আমাদের জন্য আদর্শ হয়ে থাকবেন।

এ ছাড়াও লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন—কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ এবং কবি জব্বার আল নাঈম।

সকাল সাড়ে ৯টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক-শাখায় ৩৪ জন, খ-শাখায় ৬৬ জন এবং গ-শাখায় ৩৯ জন। সর্বমোট ১৩৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি ফরিদ সাইদ এবং কবি প্রদীপ মিত্র। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী কামাল মিনা এবং ফারহানা পারভীন হক তৃণা।

আজ ছিল আরিফুজ্জামান চয়নের পরিচালনায় নৃত্য সংগঠন উদ্ভাস নৃত্যকলা একাডেমি’র পরিবেশনা। 

সংগীত পরিবেশন করেন শিল্পী ফারাহ দিবা খান লাবণ্য, সুষ্মিতা দেবনাথ সূচি, বিজন চন্দ্র মিস্ত্রী, গার্গি ঘোষ, শার্লি মার্থা রোজারিও এবং মো. রেজওয়ানুল হক।

যন্ত্রাণুষঙ্গে ছিলেন চন্দন দত্ত (তবলা), শ্যামা প্রসাদ মজুমদার (কি-বোর্ড), শেখ আবু জাফর (বাঁশি), দীপঙ্কর রায় (অক্টোপ্যাড)। 

আজ অমর একুশে বইমেলার ৮ম দিনে আজ নতুন বই এসেছে ১০২টি। মেলা শুরু হয় বেলা ২টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার মুক্তি পেলো
মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
বিশেষ অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও নিউমার্কেট থানা পুলিশ
খুলনায় বিএনপির ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত
চাটখিল-সোনাইমুড়ীতে বিশ্বমানের শিল্পায়ন গড়ে তুলবো : ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন
রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
ছাত্ররাই জাতির স্বপ্নসারথি, তাদের হাত ধরেই ইতিবাচক পরিবর্তন আসবে : ডা. শফিকুর রহমান
পশ্চিম তীরে দুই কিশোরকে হত্যা করল ইসরাইলি বাহিনী
১০