রাজনীতিতে টিকে থাকতে হলে তরুণদের চিন্তাভাবনা বুঝতে হয় : ব্যারিস্টার ফুয়াদ

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৮
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফাইল ছবি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যারা তরুণদের চিন্তা-ভাবনা বুঝতে পারে না, তারা রাজনীতি থেকে হারিয়ে যায়। 

১৯৭০ সালে মুসলিম লীগ সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও ৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণদের মনস্তাত্ত্বিক পরিবর্তন বুঝতে না পারার কারণে রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে।

রোববার সন্ধ্যায় সিলেট নগরীর এক অভিজাত রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার মিলনায়তনে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুণীজনদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৯০-৯১ সালের মতো বর্তমানেও কিছু রাজনৈতিক দল তরুণদের চিন্তা চেতনা বুঝতে পারছে না বা বুঝার চেষ্টাও করছে না। 

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভূমিকম্পের মতো পরিবর্তন আসতে চলেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে নতুন রাজনীতির জন্ম হয়ে গেছে ইতোমধ্যেই, যা শুধু পুরোদস্তুর দৃশ্যমান হওয়া বাকী।  বাংলাদেশের ভাগ্য বদলের যে রাজনীতির নয়াদিগন্ত আসছে, এবি পার্টি সেখানে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

জেলা ও নগর শাখা এবি পার্টি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি মোঃ ওমর ফারুক।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, এবি পার্টি গত চার বছর ধরে যে নতুন নতুন ধারণা দিয়েছিল তা ২০২৪ এ কোটি কোটি তরুণের বক্তব্য, মিছিলের স্লোগান ও দেয়াল লিখনের মাধ্যমে ফুটে উঠেছে।

সিলেট মহানগর সেক্রেটারি রেজাউল করিম সুয়েবের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম জলিল, সুনামগঞ্জ জেলার আহবায়ক জসিম উদ্দিন, জেলা যুগ্ম সদস্য সচিব জাহাঙ্গীর আহমদ, অধ্যাপক ফরিদ আহমদ, নুর জাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নিজামুদ্দিন তরফদার, যুব আহবায়ক তানজিল নাফি, সিলেট মহানগরের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জক মিয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০