ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসে ৫০ সদস্যের বিশেষায়িত টিম গঠন 

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ২০:৩২
ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসে ৫০ সদস্যের বিশেষায়িত টিম গঠন। ছবি: ফায়ার সার্ভিস

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস): ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প মোকাবেলায় তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ৫০ সদস্যের একটি বিশেষায়িত টিম গঠন করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মিডিয়া অফিসার তালহা বিন জাসিম বাসসকে বলেন, অগ্নিনির্বাপণ, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় একটি বিশেষায়িত টিম হিসেবে কাজ করার জন্য বিভিন্ন ফায়ার স্টেশন থেকে পঞ্চাশজন অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মীকে পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে সংযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, যেকোনো দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প মোকাবেলায় তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 

নারায়ণগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আজ বিশেষায়িত প্রশিক্ষণের উদ্বোধন করে এফএসসিডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, "এই বিশেষায়িত প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে যাদের প্রশিক্ষণ দেওয়া হবে, তারা একটি বিশেষায়িত টিম হিসেবে যেকোনো দুর্যোগ মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।"

তিনি বলেন, তারা তাদের বিভাগের কর্মকর্তাদের জনবল ও উদ্ধার সরঞ্জাম বিকেন্দ্রীকরণ করছে যাতে করে একটি বড় ভূমিকম্পে সকলে একসাথে ক্ষতির সম্মুখীন না হন এবং বিভিন্ন জায়গা থেকে পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পান।

জাহেদ কামাল আরও বলেন, অন্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।

এফএসসিডি মহাপরিচালক আশা প্রকাশ করেন, বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত টিম ঢাকা মহানগরীর যেকোনো দুর্যোগে, বিশেষ করে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

এই বিশেষায়িত প্রশিক্ষণ কোর্সটি ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে।

এর মাধ্যমে, প্রশিক্ষণার্থীদের ভূমিকম্পের মতো বড় দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য পেশাগত প্রশিক্ষণ দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে ইউনেস্কো মহাপরিচালক প্রার্থী গাব্রিয়েলা রামোস পাতিনার সাক্ষাৎ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয় না : ধর্ম উপদেষ্টা
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : আসিফ নজরুল
পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার : চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
উত্তরায় টাকাসহ ছিনতাইকারী গ্রেফতার
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে দুদকের অভিযান
সুন্দরবনে মধু সংগ্রহ শেষে লোকালয়ে ফিরছে মৌয়ালরা
জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার করতে হবে: ইসলামী যুব আন্দোলন 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
১০