ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসে ৫০ সদস্যের বিশেষায়িত টিম গঠন 

বাসস
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ২০:৩২
ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসে ৫০ সদস্যের বিশেষায়িত টিম গঠন। ছবি: ফায়ার সার্ভিস

ঢাকা, ২০ এপ্রিল, ২০২৫ (বাসস): ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) প্রাকৃতিক ও মানবসৃষ্ট সকল দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প মোকাবেলায় তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ৫০ সদস্যের একটি বিশেষায়িত টিম গঠন করেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর মিডিয়া অফিসার তালহা বিন জাসিম বাসসকে বলেন, অগ্নিনির্বাপণ, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় একটি বিশেষায়িত টিম হিসেবে কাজ করার জন্য বিভিন্ন ফায়ার স্টেশন থেকে পঞ্চাশজন অগ্নিনির্বাপণ ও উদ্ধারকর্মীকে পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে সংযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, যেকোনো দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প মোকাবেলায় তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। 

নারায়ণগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আজ বিশেষায়িত প্রশিক্ষণের উদ্বোধন করে এফএসসিডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, "এই বিশেষায়িত প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে যাদের প্রশিক্ষণ দেওয়া হবে, তারা একটি বিশেষায়িত টিম হিসেবে যেকোনো দুর্যোগ মোকাবেলায় কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে।"

তিনি বলেন, তারা তাদের বিভাগের কর্মকর্তাদের জনবল ও উদ্ধার সরঞ্জাম বিকেন্দ্রীকরণ করছে যাতে করে একটি বড় ভূমিকম্পে সকলে একসাথে ক্ষতির সম্মুখীন না হন এবং বিভিন্ন জায়গা থেকে পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পান।

জাহেদ কামাল আরও বলেন, অন্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।

এফএসসিডি মহাপরিচালক আশা প্রকাশ করেন, বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত টিম ঢাকা মহানগরীর যেকোনো দুর্যোগে, বিশেষ করে ভূমিকম্প-পরবর্তী উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

এই বিশেষায়িত প্রশিক্ষণ কোর্সটি ২০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে।

এর মাধ্যমে, প্রশিক্ষণার্থীদের ভূমিকম্পের মতো বড় দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার কাজের জন্য পেশাগত প্রশিক্ষণ দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় তুরস্কের পরিবহন মন্ত্রীকে জরিমানা
রাকসু নির্বাচনে অংশ নিতে ইসলামী ছাত্র আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ
অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে: ঢাবি উপাচার্য
চন্দনাইশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরাইলের জবাবের অপেক্ষায় কাতার
১০