পাথর ও বালু উত্তোলন বন্ধ ও স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে বিজিবি'র টাস্কফোর্স অভিযান 

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২২:৩৬

সিলেট, ১৮ জুন, ২০২৫ (বাসস): সিলেট সীমান্তে অবৈধ পাথর ও বালু উত্তোলন বন্ধ এবং স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টাস্কফোর্স অভিযান চালিয়েছে।  

আজ ১৮ জুন দিনব্যাপী সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন বন্ধ ও স্টোন ক্রাশার মেশিনের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্ব দেন। 

বিজিবি, প্রশাসন, পুলিশ, আনসার ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে বিজিবির সংগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ (সীমান্ত পিলার ১২৭৩/৯-এস হতে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে) গুচ্ছগ্রাম, মোহাম্মদপুর, মামার দোকান, বল্লারঘাট ও মেলার মাঠ এলাকায় একটি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। অভিযানে ৬৭টি স্টোন ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার ও স্টোন ক্রাশার মেশিনগুলো জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া বিজিবি নিয়মিতভাবে স্থানীয় প্রশাসনকে সার্বিক সহযোগিতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, জাফলং এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে উত্তোলিত পাথর অনুমোদনবিহীন ক্রাশার মেশিনে ভাঙানো হচ্ছিল। নিয়মবহির্ভূতভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বার্থের জন্য হুমকিস্বরূপ। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনা নিহত
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের
সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ১
গাইবান্ধার সাঘাটায় ভাঙন কবলিত ৩৩৪ পরিবারে চাল বিতরণ
রাজবাড়ীর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
সাংবাদিক শিবলীর পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির
চার্লি কির্ক হত্যাকাণ্ডে সন্দেহভাজন গ্রেফতার
মাদারীপুরে এক হাজার গাছের চারা রোপণ
রাকসু নির্বাচনে ৯ প্যানেলের লড়াই
সাতক্ষীরার চুনকুড়ি নদীর ভয়াবহ ভাঙন ঠেকাতে প্রয়োজন স্থায়ী ব্যবস্থা
১০