পিরোজপুরে জেলেদের মাঝে বকনা বাছুর  বিতরণ ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২২:৩০
ছবি : বাসস

পিরোজপুর, ১৮ জুন, ২০২৫ (বাসস): জেলার নেছারাবাদ উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ, উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বাছুর (গরু) বিতরণ এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে নেছারাবাদ উপজেলা পরিষদ চত্বরে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের জন্য আয়োজিত বকনা বাছুর বিতরণ ও জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিহা কনক ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ রাজনৈতিক নেতারা।

এ সময়ে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের ৩৫টি গরু ও বিভিন্ন সরকারি-প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয় ৫৩৬ কেজি পোনা অবমুক্ত করা হয়। এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৩৬ টি গরু বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকতে হবে। ইলিশ জাতীয় সম্পদ এই ইলিশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে সরকার যে উপকরণ দিচ্ছে তার যথাযথ ব্যবহার এবং তার প্রতি যত্নশীল হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেফতার
খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ
ব্যস্ত সড়ক এড়িয়ে বিকল্পস্থানে সভা-সমাবেশের অনুরোধ ডিএমপি কমিশনারের
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
‘জ্ঞান আর দক্ষতার মেলবন্ধনে যুবসমাজ কর্মঠ, সৃজনশীল, দায়িত্ববান মানুষে পরিণত হবে’
পাকিস্তানের উপপ্রধান মন্ত্রীর সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক
সংসদ নির্বাচনের নিরাপত্তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬ লাখ সদস্য মোতায়েন হবে : সাজ্জাদ মাহমুদ
প্রবীণ সাংবাদিক ও বাসস পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন
এখনই নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ আসনে জিতবে : সাবেক এমপি হাবিব
খুলনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠিত
১০