দারিদ্র্যের হার কমাতে কাজ করছে সরকার: আলেয়া আক্তার

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ২০:২০
আজ চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব আলেয়া আক্তার। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৮ জুন, ২০২৫ (বাসস): পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার বলেছেন, দেশে দারিদ্র্যের হার কমাতে স্থানীয় সরকারগুলোর সঙ্গে সমন্বয় করে দারিদ্র্য বিমোচনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

আজ (১৮ জুন) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  কথা বলেন। 

ডিসিমিনেশন প্রোগ্রাম প্রোবার্টি ম্যাপ অব বাংলাদেশ-২০২২ শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। 

সচিব আলেয়া আক্তার বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ দেশের দারিদ্র্য হ্রাস করতে প্রতি বছর তথ্য সংগ্রহ করে একটা পরিসংখ্যান সরকারের কাছে তুলে ধরে। এই বিভাগ ভুল ত্রুটি না করে আরো ভালো করে কাজ করার চেষ্টা করছে। আমরা নিজ জায়গায় থেকে সঠিকভাবে কাজ করলে দেশের দারিদ্র্য বিমোচন হ্রাস করা সম্ভব। 

তিনি বলেন, বিবিএস’র সর্বশেষ জরিপ অনুযায়ী, বাংলাদেশে দারিদ্র্যের হার কমেছে, তবে কিছু কিছু অঞ্চলে এখনও দারিদ্র্যের হার বেশি, যা নীতিনির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। বিবিএস ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে দারিদ্র্য নিরসনে কাজ করছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা সহজ হয়েছে।

তিনি আরও বলেন, ইউএনডিপি, বিশ্বব্যাংক, ইউনিসেফসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা দারিদ্র্য বিমোচন এবং এসডিজি অর্জনে বাংলাদেশকে সহযোগিতা করছে। 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। 

আয়োজিত সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিনিধি এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা প্রশাসকসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা
চট্টগ্রামে নানা অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা চসিকের
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
বিজিবির অভিযানে ১৭৭ কোটি ২১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৩১ বিলিয়ন ডলার
হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না : হাসনাত আব্দুল্লাহ
বদরুদ্দীন উমরের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক
সাতক্ষীরার সীমান্ত থেকে ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ
যেকোনো বিশৃঙ্খলা এড়াতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ
নুরাল পাগলার দরবারে হামলা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় ৭ জন গ্রেফতার : উপ-প্রেস সচিব
১০