সাবেক মেয়র আতিকুলসহ ছয়জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৯ মার্চ

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২০ আপডেট: : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪২
ডিএনসিসির সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম। ফাইল ছবি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম এবং আওয়ামী লীগের পাঁচ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৯ মার্চ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে প্রসিকিউশনের পক্ষ থেকে করা একটি আবেদন মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ আসামিদের উপস্থিতিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

আওয়ামী লীগের অপর পাঁচ নেতা হলেন, রাজধানীর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উত্তরা ৬ নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মো. বশির উদ্দিন ও ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

এ বিষয়ে শুনানি শেষে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম ট্রাইব্যুনাল প্রাঙ্গনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন, ‘আজ আদালতে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে তাদেরকে হাজির করা হয়েছিল। রাজধানীর বিভিন্ন  থানায় তাদের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। এছাড়া ট্রাইব্যুনালের তদন্তে প্রাথমিকভাবে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক প্রমাণ মিলেছে। আন্দোলনে হামলা, চিকিৎসায় বাধা, অস্ত্র সরবরাহসহ বিভিন্নভাবে এ সকল অপরাধ সংঘটিত হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আদালতে বলেছি, রাজধানীর উত্তরায় জুলাই-আগস্ট মাসে প্রায় ২০০ এর বেশি নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়। বিগত সরকারের একটি দায়িত্বশীল পদে থেকে এ গণহত্যার দায় তিনি (আতিকুল) এড়াতে পারেন না।’

আদালতে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও বিএম সুলতান মাহমুদ।

এর আগে, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম এবং আওয়ামী লীগের পাঁচ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০