‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপের পরিসর আরও বিস্তৃত

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৭
‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপের পরিসর আরও বিস্তৃত

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): স্বাস্থ্য ও আর্থিক সেবা প্রদানে মেটলাইফ বাংলাদেশের মোবাইল অ্যাপ ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপের পরিসর আরও বিস্তৃত করার ফলে এখন থেকে আইওএস, অ্যান্ড্রয়েড ও ওয়েব এই তিনটি ডিজিটাল মাধ্যমে অ্যাপটির সেবা নেওয়া যাবে।

আজ সোমবার রাজধানীর মতিঝিলে মেটলাইফ’র প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ সেবার উদ্বোধন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে আইওএস, অ্যান্ড্রয়েড ও ওয়েব এই তিন ডিজিটাল মাধ্যমেই ‘ওয়ান বাই মেটলাইফ’ পরিষেবাটি পাওয়া যাবে। ফলে ইন্টারনেট সংযুক্ত রয়েছে এমন যেকোনো স্মার্টফোন, ট্যাবলেট বা কম্পিউটার ব্যবহারকারী ব্যক্তি আরও সহজে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও আর্থিক সুরক্ষা পাবেন। ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপটি একসময় থ্রিসিক্সটি হেলথ অ্যাপ নামে পরিচিত ছিল।

‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপটি ইতোমধ্যে ১৩ লাখেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। অ্যাপটি যে কেউ ব্যবহার করতে পারেন। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই ইন্টারনেট ব্যবহার করছেন। ফলে ‘ওয়ান বাই মেটলাইফ’ একাধিক প্ল্যাটফর্মে চলে আসায় এটি আরও বেশি সংখ্যক মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতা, রোগ প্রতিরোধ সংক্রান্ত তথ্য ও আর্থিক পরিকল্পনার বিষয়গুলো পৌঁছে দিতে সক্ষম হবে।

ব্যবহারকারীরা এই অ্যাপের মাধ্যমে দিন-রাত ২৪ ঘন্টা ফ্রি টেলি-ডাক্তারের পরামর্শ, অনলাইনে ওষুধ কেনা, বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, বিভিন্ন ডিসকাউন্ট সুবিধা, ফ্রি হেলথ অ্যাসেসমেন্ট (বিএমআই ক্যালকুলেটর, কার্ডিও বা ডায়াবেটিস ঝুঁকি নিরূপণ) এবং আর্থিক অগ্রাধিকার বিশ্লেষণ করার সুযোগের পাশাপাশি সেবাটির মাধ্যমে মেটলাইফের উপযুক্ত আর্থিক সুরক্ষা সমাধান বাছাই করে নিতে পারবেন।

মেটলাইফ জানান, বাংলাদেশে জটিল রোগ ও দীর্ঘস্থায়ী অসুস্থতার হার বৃদ্ধি এবং স্বাস্থ্য সেবার ক্রমবর্ধমান ব্যয় বিবেচনায় মানসম্মত চিকিৎসা সেবার সহজলভ্যতা এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ডিজিটাল স্বাস্থ্য সেবাকে সহজ ও সাশ্রয়ী করার মাধ্যমে মানুষের জীবনযাত্রায় বাস্তবিক পরিবর্তন আনতে ‘ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে মেটলাইফ এশিয়ার চিফ মার্কেটিং অফিসার সঞ্জীব কাপুর বলেন, বাংলাদেশ মেটলাইফের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। ডিজিটাল মাধ্যমগুলো যেভাবে স্বাস্থ্যসেবা ও আর্থিক সেবার সুযোগ সম্প্রসারিত করছে তাতে আমরা গর্বিত যে, ‘ওয়ান বাই মেটলাইফ’ এখন বাংলাদেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সর্বোচ্চ মানের প্রযুক্তি ব্যবহার করে আমরা মানুষকে তাদের স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিতে সহায়তা করছি।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ও বীমা খাতকে সহযোগিতা করতে আমরা প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধানে বিনিয়োগ অব্যাহত রেখেছি। ওয়ান বাই মেটলাইফ’ অ্যাপটি আমাদের প্রতিশ্রুতির একটি উদাহরণ। যা মানুষকে আরও সুস্থ ও নিরাপদ জীবনযাপন করতে সহায়তা করছে।

১৮৬৮ সালে প্রতিষ্ঠিত মেটলাইফ বিশ্বের ৪০ টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে ১০ লাখেরও বেশি ব্যক্তি ও ৯ শতাধিক করপোরেট গ্রাহককে বীমা সেবা প্রদান করছে মেটলাইফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০