চাঁদপুর, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ষড়যন্ত্রকারীরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়, যারা স্থানীয় নির্বাচনের ষড়যন্ত্র করছে তাদেরকে গণতান্ত্রিকভাবে কড়া জবাব দিতে হবে।
তিনি সোমবার বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবেলাসহ নানা দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন।
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক (কুমিল্লা বিভাগ) সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।
তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে আর কেউ যেন ষড়যন্ত্রের রাজনীতি করতে না পারে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরো বলেন, অনতিবিলম্বে ভোটের দিন তারিখ ঠিক করে জনগণের সামনে ঘোষণা করুন যাতে মানুষ আশ্বস্ত হতে পারে। এর বাইরে কোনো ষড়যন্ত্র করা হলে পালানোর পথ পাবেন না। বিএনপি দেশের গণতন্ত্র সমুন্নত রাখতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ।