বয়স নয়, নতুন ধ্যান-ধারণা দিয়ে নতুন প্রজন্ম নির্ধারণ হয় : ড. মঈন খান

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪০ আপডেট: : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৯
সোমবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি: বাসস

টাঙ্গাইল ১৭ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘নতুন প্রজন্ম বয়স দিয়ে নির্ধারণ হয় না, নতুন চিন্তা ও ধ্যান-ধারণা দিয়ে নির্ধারণ হয়।’

তিনি বলেন, ‘নতুন প্রজন্মের তরুণ-যুবকদের আমরা বয়স দিয়ে নয়, তাদের নতুন চিন্তাধারার প্রতিফলন দিয়ে বিবেচনা করব। বর্তমান অন্তর্বর্তী সরকারে তরুণ প্রজন্মের যে সব প্রতিনিধিরা আছেন, তারা যদি নতুন চিন্তা, নতুন যোগ্যতা বা ফসল দেখাতে না পারেন তাহলে জাতি হতাশ হয়ে পড়বে।’

আজ সোমবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা- এই চারটি মূল দাবিসহ ভিন্ন জনদাবিতে এ সমাবেশ আয়োজন করে টাঙ্গাইল জেলা বিএনপি। 

সমাবেশে বিএনপিসহ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে যায়।

দেশের মানুষ গত প্রায় দেড় যুগ ধরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে উল্লেখ করে বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেল-জুলমসহ নির্যাতনের শিকার হয়েছে। অনেক কর্মী গুম ও খুনের শিকার হয়েছে। 

মঈন খান বলেন, স্বৈরাচারী সরকারের শাসনামলে তাদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। বিগত আন্দোলন-সংগ্রামে লক্ষাধিক মামলায় আমাদের ৫০ লাখের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করতে ২০২২-২৩ সালে সরকারের হামলা-মামলা উপেক্ষা করে সারাদেশে আমরা সমাবেশ করেছি। 

তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপি ও সমমনা সকল গণতন্ত্রকামী মানুষ ছাত্র-জনতার সাথে একাত্ম হয়ে আন্দোলন করেছে। বিএনপির গত ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের সাথে ছাত্রদের আন্দোলন স্ফুলিঙ্গ হলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। এ কথা অস্বীকার করার উপায় নেই।

গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন অবশ্যই একটি মুখ্য বিষয় উল্লেখ করে ড. মঈন খান বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার কখনো থেমে থাকে না। ‘আগে সংস্কার, পরে নির্বাচন- এ কথার কোনো অর্থ নেই।’

তিনি বলেন, ‘নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সংস্কার, প্রশাসন সংস্কার, নির্বাচন কমিশন সংস্কারসহ অত্যাবশ্যকীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। বিগত তিন টার্ম নতুন প্রজন্ম ভোট দেওয়ার সুযোগ পায়নি। তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। তাই অবিলম্বে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’

আওয়ামী লীগের দোসররা এখনো বহাল তবিয়তে আছে উল্লেখ করে ড. মঈন খান বলেন,  পতনের পরেও এখনো প্রশাসনসহ সকল স্তরে ফ্যাসিস্টদের দোসরা বহাল তবিয়তে রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ফলে তারা নানাভাবে দেশ-বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করা চেষ্টা করছে। তাই আওয়ামী লীগের প্রেতাত্মাদের দমনে সরকারকে নতুন করে ভেবে দেখতে হবে।

বিএনপির সাবেক মন্ত্রী বলেন, সরকার দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রমজান এলে বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যায়। এবারের রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মুনাফাখোরদের চিহ্নিত করে কঠোর হস্তে দমন করতে হবে। রমজানে দ্রব্যমূল্য বাড়লে সাধারণ মানুষ ফুঁসে উঠবে।

আসন্ন রমজানে যেন কোনোভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধি না পায় তার জন্য অন্তর্বর্তী সরকারকে সতর্ক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন ড. মঈন খান।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০