সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে ২০ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৬
সোলায়মান সেলিম। ফাইল ছবি

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে আগামী ২০ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ প্রসিকিউটরের পক্ষ থেকে করা এক আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে শুনানি শেষে এক প্রেস ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো। তিনি সেসব মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকার কারণে এই মামলায় তাকে গ্রেফতার দেখানোর ও প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার জন্য আবেদন মঞ্জুর করে আগামী ২০ এপ্রিল ধার্য করেছেন আদালত।’

এর আগে গত বছরের ১৬ অক্টোবর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ১৪ নভেম্বর রাজধানীর গুলশান থেকে সোলায়মানকে গ্রেপ্তার করে চক বাজার থানা পুলিশ।

হত্যাসহ বেশ কিছু মামলায় শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০