রাজশাহী, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সংবাদমাধ্যম ‘এখন’ টিভিতে কর্মরত রাজশাহীর সাংবাদিক মাসুমা আক্তার মারা গেছেন। ভোর রাতে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজউন)।
গত শুক্রবার সকালে মাসুমা আক্তার শ্বশুরবাড়ি কুমিল্লায় যাচ্ছিলেন। পথিমধ্যে হাইওয়েতে নূরজাহান হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় তিনি এবং তার স্বামী গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়। পরে তার আইসিইউর প্রয়োজন হলে নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয় সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি ২০২৪ সালে এখন টিভির রিপোর্টার হিসেবে রাজশাহীতে যোগদান করেছিলেন।
মাসুমার লাশ নাটোরের গুরুদাসপুর নারায়ণপুরে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।