ভূমি সেবায় অনলাইন সিস্টেমে উন্নত ও সমন্বিত সংস্করণ চালু

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৫

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): জনগণকে উন্নত ও সমন্বিত ভূমিসেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের আওতায় মিউটেশন (নামজারি), ভূমি উন্নয়ন কর প্রদান এবং খতিয়ান ও ম্যাপ সরবরাহে অনলাইন সিস্টেমের উন্নততর ও সমন্বিত সংস্করণ সম্প্রতি চালু করা হয়েছে।

নাগরিকরা ষধহফ.মড়া.নফ ওয়েব পোর্টালে মাত্র একবার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে লগইন-এর মাধ্যমে ই-মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান, পরচা বা খতিয়ান ও ম্যাপ উত্তোলনের মতো যে কোন ভূমিসেবা সহজেই গ্রহণ করতে পারছেন।

আজ ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সেলিম আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সফটওয়্যারগুলো চালুর পর কিছু কারিগরি ত্রুটি ও আন্তঃসমন্বয় সংক্রান্ত জটিলতার কারণে সাধারণ জনগণ প্রাথমিক পর্যায়ে কিছু কিছু সেবা পেতে ভোগান্তির সম্মুখীন হচ্ছিলেন। বিষয়গুলো ভূমি মন্ত্রণালয়ের নজরে এলে দ্রুত সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হয়। বর্তমানে ব্যক্তি ও সংস্থার ভূমি উন্নয়ন কর সহজেই অনলাইনে জমা দিয়ে দাখিলা প্রিন্ট এবং অনলাইনে মিউটেশনের আবেদন করা যাচ্ছে। আবেদন মঞ্জুর হলে ডিসিআর ফি জমা দিয়ে অনলাইনে খতিয়ান প্রিন্ট করা যাচ্ছে। এছাড়া অনলাইনে পরচা/খতিয়ান ও ম্যাপ উত্তোলনের ফি জমা দিয়ে ঘরে বসেই খতিয়ান ও ম্যাপ পাওয়া যায়। সিস্টেমটি নতুন হওয়ায় কোন কোন ক্ষেত্রে এসকল ভূমিসেবা পেতে কিছু কারিগরি সমস্যার খবর কর্তৃপক্ষের নজরে এলে দ্রুত সমাধান করা হচ্ছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নাগরিকদের অসুবিধা দূর করার জন্য ভূমি মন্ত্রণালয়ে একটি হটলাইন ১৬১২২ চালু করা হয়েছে। ভূমিসেবা পেতে সার্ভারসহ যে কোনো সমস্যার সম্মুখীন হলে নাগরিকদের এই হটলাইনে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। এই হটলাইন সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টাই খোলা থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০