রাজধানীতে কিশোর অপহরণের পর উদ্ধার

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৭

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুর এলাকা থেকে অপহৃত আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে (১৭) উদ্ধারসহ অপহরণকারী চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. আব্বাস (২০), রাকিব হোসেন (২৭), সাগর মাতব্বর (২৪), সিয়াম (১৮),  মো. রিয়াদ (২০) ও  সাহিদা আক্তার (৩৫)। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর চকবাজার থানাধীন সোয়ারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার একটি চৌকস টিম।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি  মিরপুর মডেল থানাধীন ৬০ ফিট আমতলা এলাকা হতে ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে ৬/৭ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 

এরপর গালিজকে মারধর করে তার মা সেতু আক্তারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দাবিকৃত মুক্তিপণ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে না দিলে তারা গালিজকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। 

তার মা নিরুপায় হয়ে ১৬ ফেব্রুয়ারি রাত ৯টায় বিকাশের মাধ্যমে দুষ্কৃতকারীদের সাত হাজার টাকা প্রদান করেন। 
টাকা পাওয়ার পর উক্ত চক্রটি আরও টাকা দাবি করতে থাকে। এ ঘটনায় সেতু আক্তারের অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়।

পুলিশ অভিযান চালিয়ে আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে (১৭) উদ্ধার ও অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০