মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমবাজারের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে এবি পার্টি

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪৩

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মালয়েশিয়া সরকারকে বাংলাদেশি শ্রমবাজার খোলার বিষয়ে পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। 

ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার নতুন হাইকমিশনার মোহম্মদ শুহাদা বিন ওসমানের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় দলটির নেতারা মালয়েশিয়া সরকারের প্রতি এ অনুরোধ জানান।

এর বাইরে শিক্ষাবৃত্তি, আন্তর্জাতিক মানসম্পন্ন মেডিকেল, ট্যুরিজম, রোহিঙ্গা সমস্যা সমাধানসহ গুরুত্ত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। 

আজ মঙ্গলবার ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।  

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও অভ্যন্তরীণ নির্বাচন কমিটির প্রধান ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন, বিচার এবং সংসদ বিষয়ক কমিটির প্রধান ব্যারিস্টার সানি আবদুল হক।

এর আগে হাইকমিশন অফিসে এবি পার্টির প্রতিনিধিদলকে স্বাগত জানান দূতাবাসের সহকারী মিজ ওনি। মতবিনিময়ালে হাইকমিশনারের সাথে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সিলর মোহাম্মদ আসজুয়ান।

মতবিনিময় সভায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রচলিত পরিবারতান্ত্রিক রাজনীতির পরিবর্তে নতুন প্রজন্মের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এ ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে এবি পার্টিসহ ছাত্র তরুণদের ভূমিকা, মালয়েশিয়ায় জোটবদ্ধ নির্বাচনী সংস্কৃতি ও প্রক্রিয়ার সাথে বাংলাদেশের সামনের নির্বাচনী হালচাল ইত্যাদি নানা বিষয় আলোচনায় স্থান পায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০