ঝিনাইদহ, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারুক আজম এ আদেশ দেন৷
এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে যশোরের রুদ্রপুরে নিজের মালিকানাধীন শ্যামলছায়া পার্ক থেকে তাকে আটক করা হয়। সেখানে স্থানীয় ছাত্র-জনতা ও এলাকাবাসী সালাহউদ্দিন মিয়াজীকে সাড়ে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নেয়।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বাসস'কে বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) সালাহউদ্দিন মিয়াজীকে আমাদের কাছে হস্তান্তর করে। আজ সকাল ৯টায় তাকে আদালতে সোপর্দ করা হয়। জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালতে রিমান্ড আবেদনের পর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।