কুমিল্লায় ৮২ লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ
কুমিল্লা (দক্ষিণ), ১৯ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : কুমিল্লায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অভিযানে ৮২ লাখ টাকার বিপুল পরিমান মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বুধবার দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবির সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল, শশীদল, সালদানদীসহ বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৮২ লাখ এক হাজার ৭৬০ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে।
জব্দকৃত মালামালের মধ্যে ভারতীয় আতশবাজি এক লাখ ৬০ হাজারটি, গাঁজা ১১০ কেজি, হুইস্কি ১৩৫ বোতল, বিয়ার ২৭ বোতল, বিভিন্ন প্রকার সিগারেট চার প্যাকেট ।