ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী ঢাকা’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বিএএফ শাহীন কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী ও বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারীর কন্ট্রোলিং কমিটি চেয়ারপারসন সালেহা খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি স্কুলের কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক, বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী ঢাকা’র অধ্যক্ষ, বাফওয়া কেন্দ্রীয় ও আঞ্চলিক পরিষদের সদস্য এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় ১০২৫ জন শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণে খেলাধুলা ও মনোমুগ্ধকর শারীরিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।