ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
কিশোর গ্যাংয়ের সদস্য তিনজন হলেন-আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)।
আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক দ্বীন ইসলাম তাদের সাতদিনের রিমান্ড নিতে আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার তাদের গ্রেফতার করে পুলিশ।
এ মামলায় মঙ্গলবার মোবারক হোসেন ও রবি রায়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা ১৭ ফেব্রুয়ারি রাতে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিলো। এ সময় রিকশা থেকে মকবুল ও তার স্ত্রী নাসরিন আকতার ইপ্তি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে একসঙ্গে জড়ো করেন। এরপর তাদেরকে প্রকাশ্যে কোপায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন মকবুলের স্ত্রী নাসরিন আকতার ইপ্তি।