উত্তরায় দম্পতিকে কোপানো মামলায় কিশোর গ্যাংয়ের ৩ সদস্য রিমান্ডে

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৯

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) :  উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।

কিশোর গ্যাংয়ের সদস্য তিনজন হলেন-আলফাজ মিয়া ওরফে শিশির (২২), সজীব (২০) ও মেহেদী হাসান সাইফ (২৪)।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক দ্বীন ইসলাম তাদের সাতদিনের রিমান্ড নিতে আবেদন করেন। 

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে মঙ্গলবার তাদের গ্রেফতার করে পুলিশ।

এ মামলায় মঙ্গলবার মোবারক হোসেন ও রবি রায়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা ১৭ ফেব্রুয়ারি রাতে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিলো। এ সময় রিকশা থেকে মকবুল ও তার স্ত্রী নাসরিন আকতার ইপ্তি প্রতিবাদ করেন। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বাহিনীর ২০ থেকে ২৫ জনকে একসঙ্গে জড়ো করেন। এরপর তাদেরকে প্রকাশ্যে কোপায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার  ভিডিও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ১৮ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন মকবুলের স্ত্রী নাসরিন আকতার ইপ্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০