চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীসহ আরও ৪৩ জন গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৫

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন থানা এলাকা থেকে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার দুপুরে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ইউসুফ (৫১), মো. নুর ইসলাম প্রকাশ রিপন (২০), মো. রিফাত (১৯), মো. ইয়াসিন আরাফাত (১৯), মো. কামাল (৪২), ইমন (২৭), মো. তারেক (৩৪), মো. জাকারিয়া (৩৬), মো. রুবেল (২৫), মো. আব্দুল্লাহ (২০), জাহিদ হাসান (২১), মো. শরিফ (২৮), মো. ইসমাইল (১৯), মো. সুজন (৩৩), আনোয়ারা থানার বারশত ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ জালাল (২৬), কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন (৩৯), মেহেদী হাসান সানজিম (২৫), মো. তৈহিদুল ইসলাম (৩০), আব্দুল শুক্কুর (২৮), মো. রুবেল (২০), মো. আরিফ হোসেন (১৯), মোহাম্মদ নাইম উদ্দিন (২৪),  আলমগীর হোসেন (৩২), মো. বেলাল হোসেন প্রকাশ রুবেল (৩৫), মো. ইসমাইল (৪৫), মো. রাসেল (২৭), মো. শামীম (৩৫), সোনাগাজী থানার ১ নম্বর চর মজলিসপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন প্রকাশ আনোয়ার খায়ের (৪২), মো. মনির (২৮), মো. সালাউদ্দিন (৩৩), মো. সোহেল (৩৪), মো. আব্দুল হালিম (৪৯), মুন্নাফ হোসেন (২৮), মো. মোক্তার চৌধুরী (৩৪), মো. শফিউল আলম রাকিব (২৬), মো. বাবুল মিয়া (৩৫), মো. রিয়াদ (২৭), মো. শাহরিয়ার (৩৩), মো. ইকবাল হোসেন (২৫), মো. বাদশা ফয়সাল (২৯), শাওন প্রকাশ বাবু (২৫), মো. কামাল (২৪) ও মো. হৃদয় (২৫)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা, সন্ত্রাস বিরোধী আইনেসহ এক বা একাধিক মামলা রয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০