ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বদলি বাণিজ্যসহ বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, ঢাকায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে বদলি বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে অধিদপ্তরে নার্সদের বদলিতে অনিয়ম এবং রেকর্ডপত্রে অসংগতির প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। শূন্য পদের বিপরীতে বদলি বা শূন্য পদের তুলনায় বেশি সংখ্যক পদে বদলি করায় যোগদান করতে না পেরে অনেক সিনিয়র স্টাফ নার্সরা কার্যত ঘরে বসে আছেন এবং বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে দুদক টিম তথ্য পায়।
অভিযানকালে প্রাপ্ত অনিয়ম সংশ্লিষ্ট বিষয়ে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে অভিযান পরিচালনাকারী টিম।
এদিকে সাতক্ষীরার বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ ও অন্যান্য সেবা প্রদানে দালালের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের খুলনা সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে। সেবাগ্রহীতারা তাদের বক্তব্যে জানান যে দালালদের সঙ্গে ওই অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ রয়েছে, যা হয়রানির মূল কারণ। এর প্রেক্ষিতে দালালদের হয়রানি বন্ধে সার্বক্ষণিক নজরদারী নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য দায়িত্বরত সংশ্লিষ্ট অফিস প্রধানকে এনফোর্সমেন্ট টিম কর্তৃক পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া ভোলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ব্যাপক অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের বরিশাল সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে গণপূর্ত বিভাগ, ভোলা এবং সড়ক ও জনপথ বিভাগ, ভোলার দুইজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে তিনটি উপজেলায় অভিযোগে বর্ণিত প্রকল্পসমূহ পরিদর্শন করা হয়।