স্বৈরাচার হাসিনা সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল: মজিবুর রহমান সরোয়ার

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৪
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেছেন, বিগত স্বৈরাচার হাসিনা সরকার সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল।

তিনি বলেন, জনগণ আর দিনের ভোট রাতে দিতে চায়না। তারা শান্তিতে ভোট দিতে চায়। ভোট তার মৌলিক অধিকার। অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করতে হবে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা বিএনপি এই জনসমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

মজিবুর রহমান সরোয়ার বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপন না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে সাফল্য দেখাতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান।

সমাবেশে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ সম্পাদক ডা. রফিকুল কবির লাবু সহ-বন ও পরিবেশ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, বিএনপি’র কেন্দ্রীয় সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০