মুন্সীগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, (বাসস ) : মুন্সীগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার প্রার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।
বুধবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় বিচার প্রার্থীদের জন্য সুপেয় পানি ব্যবস্থাপনার উদ্বোধন করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আটতলা ভবনের প্রতিটি ফ্লোরে ফিল্টার পানির ব্যবস্থা করা হয়েছে। এতে আদালতে আসা বিচার প্রার্থীরা প্রয়োজনে সহজে সুপেয় পানি পান করতে পারবেন।
এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, আদালত পাড়ায় সর্বোচ্চ সংখ্যক লোক আসে। তাদের কিভাবে সর্বোচ্চ সেবা দেওয়া যায় সে চিন্তা থেকে এ প্রচেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনি, ম্যাজিস্ট্রেট মানিক দাস, ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ আলম, জিপি এডভোকেট তোতা মিয়া।