সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ ২৩ ফেব্রুয়ারি

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১০
পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: পুলিশ ডট গভ থেকে নেওয়া

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

পাশাপাশি, এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামি ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আজ প্রসিউশনের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চ এই বিষয়ে শুনানি শেষে আদেশ দেন।

আদালতে এই মামলার শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

তিনি আদালতকে জানান, ‘সাবেক এই পুলিশ প্রধান বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে বিগত সরকারের আদেশপ্রাপ্ত একজন নির্দেশদাতার ভূমিকায় ছিলেন। আমরা জানি সে সময় মানুষকে গুলি করার কাজে হেলিকপ্টার ব্যবহৃত হয়েছে। কারা এই হেলিকপ্টার চালাচ্ছিল, এর যাত্রী কারা ছিল। যারা গুলি করেছে তাদের ব্যবহৃত অস্ত্রাদি কি ছিল, এই অপারেশন প্ল্যান করেছেন কারা ু এই সমস্ত বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারলে নতুন তথ্য উদঘাটন হবে।’

এ সময় তিনি আরো বলেন, ‘তার সহকর্মীরা পুলিশের কিছু কিছু জায়গায় বহাল আছেন এবং এ কারণে বিভিন্ন তথ্য পেতে অনেক সময় বেগ পেতে হচ্ছে। সেই সঙ্গে তিনি (মামুন) অভিযোগ করেছেন তার ফোন হারিয়ে গেছে, সেটিও উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। আশা করি তার ফোন উদ্ধার করা গেলে বিভিন্ন রকমের আলামত ও তথ্য উদঘাটন করা সম্ভব হবে।’

মোহাম্মদ তাজুল ইসলাম আদালতকে নিম্ন আদালতের জিজ্ঞাসাবাদের দিন ধার্য থাকলেও যেন এদিনই তাকে জিজ্ঞাসাবাদ করতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন কে অগ্রাধিকার ভিত্তিতে অনুমতি দেয়া হয় সে বিষয়ে বিশেষ নির্দেশনা দিতে অনুরোধ জানান।

এর জবাবে আদালত বলেন, ‘ট্রাইব্যুনালের আদেশ সুপেরিয়র (উর্ধ্বতন) হিসেবে গণ্য হবে সুতরাং আলাদা নির্দেশনা দেয়ার প্রয়োজন নেই।’

উল্লেখ্য, গত বছরের ৪ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা থেকে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়।

হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ আরো বেশ কিছু মামলায় বর্তমানে কারাগারে আছেন সাবেক এই আইজিপি।

শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, আব্দুল্লাহ আল নোমান, তারেক আব্দুল্লাহ ও ব্যারিস্টার শাইখ মাহদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০