ঢাকায় শুরু হচ্ছে ত্রয়োদশ যাকাত ফেয়ার

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৯ আপডেট: : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫০

ঢাকা, ২০ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টে (সিজেডএম)-এর উদ্যোগে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি শনিবার ও রোববার অনুষ্ঠিত হবে ত্রয়োদশ যাকাত ফেয়ার। 

সকাল ১১টায় রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেশন সেন্টারে অনুষ্ঠিত এই ফেয়ারের উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টাস ইউনিটি সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফেয়ার অর্গানাইজিং কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ। যাকাত ফেয়ার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের নির্বাহী পরিষদের আহ্বায়ক এবং রহিম আফরোজ গ্রুপের পরিচালক মুনওয়ার মিসবাহ মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া ও সিজেডএম-এর হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল (অব.) মুহাম্মদ জাকারিয়া হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারের যাকাত ফেয়ারে স্পন্সর হিসেবে রয়েছে রহিম আফরোজ, খাদিম সিরামিকস, কোহিনুর কেমিক্যালস, রহিম ষ্টিল, সাউথ ব্রিজ, হজ ফাইনান্স কোম্পানি, আইডিএলসি ইসলামিক, এসএমসিসহ দেশের সনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান। ফেয়ারে বিভিন্ন আর্থিক ও যাকাত প্রতিষ্ঠানের স্টলসহ যাকাত কনসালটেশন ডেস্ক ও বিভিন্ন ইসলামিক বইয়ের স্টল থাকবে।

ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশের জনগণের মধ্যে একটি বৈষম্যহীন, দারিদ্র্য মুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে যাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

তিনি বলেন, যাকাত দান নয়, এটি ধনীদের সম্পদে দরিদ্রের অধিকার। যাকাত একটি সামাজিক আন্দোলন, বৈষম্য দূর করে একটি মর্যাদাপূর্ণ সমাজ গঠন করতে সাহায্য করে। 

দারিদ্র্য হ্রাস, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে ভূমিকা রাখতে সমৃদ্ধ আগামীর জন্য সচেতনভাবে যাকাত দিতে আহ্বান জানান তিনি। 

সঠিকভাবে যাকাত প্রদান মানে শুধু অভাবীদের সহায়তা করা নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে তোলা, যাতে তারা ভবিষ্যতে দাতা হতে পারে এবং আর্থ-সামাজিক জীবনে যে বৈষম্য তৈরি হয়ে আছে তা নিরসনে সহায়ক হবে। 

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে এক লাখ কোটি টাকার যাকাত হয়। ইউএনডিপি’র সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশে প্রায় ৪ কোটি ১৭ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছেন। 

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী দেশে ১ কোটি ৮৭ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। সঠিকভাবে যাকাত দিলে বাংলাদেশে কেউ অভুক্ত থাকতো না। 

বাংলাদেশে সিজেডএম’র মতো প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনায় ১ হাজার কোটি টাকার যাকাত বিতরণ করলে ৫৩ লক্ষ মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা সম্ভব। যাকাত হচ্ছে একটি আন্দোলন, যা দিয়ে দেশ থেকে পুরোপুরি দারিদ্র দূরীকরণ সম্ভব, আর এটি করতে গেলে দরকার সিজেডএম-এর মতো আরো অনেক প্রতিষ্ঠান। প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনার এই আন্দোলন ছড়িয়ে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করছে সিজেডএম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০