রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন প্রশ্নে হাইকোর্টের রুল

বাসস
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২২:১৬
সুপ্রিম কোর্ট। ফাইল ছবি

রাঙ্গামাটি,৯ মার্চ ২০২৫(বাসস): রাঙ্গামাটি পার্বত্য জেলার প্রত্যেক উপজেলা থেকে সদস্য না নিয়ে জেলা পরিষদ পুনর্গঠন দেশের সংবিধানের সাথে কেন সাংঘর্ষিক নয়-তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

রুলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তবর্তিকালীন পরিষদ পুনর্গঠনের প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষনা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

একই সাথে জেলা পরিষদের সদস্য প্রনতি রঞ্জন খীসা ও রাঙাবী তঞ্চঙ্গ্যাকে তাদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দেয়া হয়েছে।

এডভোকেট রাজীব চাকমা, জসিম উদ্দিন, পুলিন বিহারী চাকমা ও উথান মারমার  হাইকোর্টে রিটটি দায়ের করেন।

রিটকারীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো. সুলতাল উদ্দিন, নিবোলাস চাকমা, রতন কুমার।

রিটের পক্ষে আইনজীবী মো. সুলতান উদ্দিন জানান, প্রতিটি উপজেলা থেকে সদস্য নিয়োগ না করে জেলা পরিষদ পুনর্গঠন কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়- তা জানতে এবং প্রজ্ঞাপনটি কেন অবৈধ ঘোষণা করা হবেনা-মর্মে রুল জারি করেছেন উচ্চ আদালত। পরিষদের দুই সদস্য রাঙাবি তঞ্চঙ্গ্যা ও প্রণতি রঞ্জন খীসাকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০