ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দু’ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৪:৪২
ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেয়ায় যান চলাচল স্বাভাবিক। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ১০ মার্চ, ২০২৫ (বাসস) : ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ফলে মহাসড়কের ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। পরে দু’ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ি এলকায় ধর্ষণের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধ করেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় অবরোধ শুরু হয়। এসময় শিক্ষার্থীরা মহাসড়কে জড়ো হয়ে স্লোগান দেয়। অবরোধে মহাসড়কের দুপাশে অন্তত ১০ কি.মি. জুড়ে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে ঢাকা ও চট্টগ্রাম অভিমুখী যাত্রী ও বাহন মালিকরা।

বেলা পৌনে ১টার দিকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে শিক্ষার্থীদের অবরোধ তুলে নিয়ে অনুরোধ করেন। তবে শিক্ষার্থীরা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে পরবর্তী আরো কঠোর কর্মসূচির হুশিয়ার দিয়ে অবরোধ তুলে নেয়।

এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, "আমি কে তুমি কে আছিয়া,আছিয়া" 'একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর', ‘ধর্ষকের সাজা একটাই মৃত্যু ছাড়া কথা নাই’, ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষক সমাজের ঘুন পোকা আর ধর্ষণ হলো ব্যাধি’ ধর্ষকের ঠাঁই নাই আমার সোনার বাংলায়’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়।

কুমিল্লা মর্ডান হাই স্কুল, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০