ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানী বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় দুই পোশাক শ্রমিককে চাপা দেওয়া গাড়িটির নিবন্ধন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
আজ সোমবার বিকেলে সংস্থাটির উপ-পরিচালক (ইঞ্জি.) সানাউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর গাড়িটি আজ ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল ছয়টার দিকে দুই পথচারীকে চাপা দেয়। এসময় একজন নারী পোশাক শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছেন বলে জানা যায়।
এ অবস্থায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ৪৬ অনুযায়ী ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর গাড়িটির রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করা হলো।
গাড়িটির মালিকের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আপনাকে গাড়ির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর গাড়িটির রেজিস্ট্রেশন স্থায়ী বাতিল করাসহ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার ভোর ৬টা বনানীতে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় পরে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনার পর বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বনানীতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। এতে সড়কজুড়ে তৈরি হয় যানজট।