বনানীতে শ্রমিকদের চাপা দেওয়া গাড়ির নিবন্ধন স্থগিত 

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৭:৫৭

ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানী বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় দুই পোশাক শ্রমিককে চাপা দেওয়া গাড়িটির নিবন্ধন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

আজ সোমবার বিকেলে সংস্থাটির উপ-পরিচালক (ইঞ্জি.) সানাউল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এতে বলা হয়, ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর গাড়িটি আজ ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল ছয়টার দিকে দুই পথচারীকে চাপা দেয়। এসময় একজন নারী পোশাক শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছেন বলে জানা যায়। 

এ অবস্থায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ৪৬ অনুযায়ী ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর গাড়িটির রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত করা হলো।

গাড়িটির মালিকের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আপনাকে গাড়ির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর গাড়িটির রেজিস্ট্রেশন স্থায়ী বাতিল করাসহ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার ভোর ৬টা বনানীতে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় পরে দুই পোশাক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনার পর বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বনানীতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা। এতে সড়কজুড়ে তৈরি হয় যানজট। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০