ঢাকায় সাংবাদিকদের নিয়ে সিজিএস’র ফ্যাক্ট-চেকিং কর্মশালা 

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১৯:৪৭
সোমবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: সিজিএস ফেসবুক

ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : ঢাকায় সাংবাদিকদের নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)-এর উদ্যোগে ফ্যাক্ট-চেকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এই ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়।

সিজিএস বাংলাদেশের আটটি বিভাগে এ ধরনের কর্মশালা পরিচালনা করছে এবং সুষ্ঠু সাংবাদিকতা ও ভুয়া তথ্য মোকাবিলায় তার প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে। কর্মশালায় দেশের ২০টি শীর্ষস্থানীয় জাতীয় মিডিয়া হাউজের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বে ফ্যাক্ট-চেকিংয়ের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় এখন আরও বেশি। দ্রুত ছড়িয়ে পড়া ভুল তথ্য গণতান্ত্রিক আলোচনা, সামাজিক স্থিতিশীলতা এবং জনআস্থার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সিজিএস এই চ্যালেঞ্জটি বিবেচনায় নিয়ে সাংবাদিকদের ভুল তথ্য মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ফ্যাক্ট-চেকিং কর্মশালা আয়োজনের মাধ্যমে সিজিএস আরও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।’

কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন এএফপি বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি অংশগ্রহণকারীদের আধুনিক ফ্যাক্ট-চেকিং টুলস ও কৌশলগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেন। কর্মশালায় ডিজিটাল যাচাইকরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য শনাক্তকরণ এবং অনুসন্ধানী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি সিজিএসকে সারাদেশে সাংবাদিকদের জন্য ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান। 

২০টি শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মীরা কর্মশালাটিকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, ‘এই প্রশিক্ষণ আমাদের তথ্য যাচাই করার দক্ষতাকে আরও উন্নত করেছে, যা বর্তমান দ্রুতগতির সংবাদ পরিবেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

কর্মশালায় এক নারী সাংবাদিক বলেন, ফ্যাক্ট-চেকিং দক্ষতা সাংবাদিকতার জন্য অপরিহার্য। এই কর্মশালাটি ভুল তথ্য শনাক্তকরণ ও আরও আত্মবিশ্বাসের সঙ্গে সংবাদ পরিবেশনের জন্য সহায়ক হবে।

কর্মশালায়, সিজিএস’র মিসইনফরমেশন ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ফ্যাক্ট-চেকিং হাব’ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং পরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্য সরবরাহ করবে। এটি বিভিন্ন প্রতিষ্ঠিত ফ্যাক্ট-চেকিং সংস্থার তথ্য একত্রিত করে একটি কেন্দ্রীভূত তথ্যভাণ্ডার হিসেবে সবাইকে তথ্য দিয়ে সহায়তা করবে। অংশগ্রহণকারীরা এ প্ল্যাটফর্মটিকে তথ্য যাচাইয়ের জন্য একটি কার্যকর ও সহায়ক টুল হিসেবে চিহ্নিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০