ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : এক ওয়েবিনারে বক্তারা বাংলাদেশে নারীর অধিকার এগিয়ে নিতে এবং লিঙ্গ সমতা নিশ্চিত করতে তাৎক্ষণিক ও ব্যাপক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তারা ডিজিটাল অধিকার, সাইবার অপরাধ এবং লিঙ্গ সংবেদনশীলতা সম্পর্কে প্রশিক্ষণের পাশাপাশি শ্রদ্ধা ও সহানুভূতির সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে ‘নারীর বিরুদ্ধে সহিংসতা মোকাবেলা এবং বাংলাদেশে লিঙ্গ সমতা বৃদ্ধি’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করে একটি প্রবীণ অ্যাডভোকেসি এবং গবেষণা সংস্থা ভয়েসেস ফর ইন্টারেক্টিভ চয়েজ অ্যান্ড এমপাওয়ারমেন্ট (ভয়েস)।
বক্তারা নারীর বিরুদ্ধে সকল ধরনের হয়রানি ও সহিংসতা মোকাবেলায় স্পষ্ট ও শক্তিশালী আইনি বিধান বাস্তবায়নের প্রয়োজনীয়তার উপরও জোর দেন। জবাবদিহিতা এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
এসময় ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা বাস্তবতা থেকে অনেক দূরে, কারণ শুধু মাত্র অর্থনৈতিক ক্ষমতায়ন নারীর নিরাপত্তা বা সমান অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি।’
ভয়েস-এর প্রকল্প ব্যবস্থাপক প্রমিতী প্রভা চৌধুরী বাংলাদেশে প্রযুক্তি নির্ভর লিঙ্গ-ভিত্তিক সহিংসতার ওপর একটি উপস্থাপনা প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট প্রফেশনাল (ব্লাস্ট) এর মহপাড়া আলম, দৈনিক আমার দেশ-এর উপ-সম্পাদক সুলতান মাহমুদ, ডেইলি স্টারের বাণিজ্যিক বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ সাদিয়া আফরিন এবং চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার জেনিয়া কবির সূচনা।