নারীর ওপর সহিংসতার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ অব্যাহত

বাসস
প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ২১:৩৮ আপডেট: : ১১ মার্চ ২০২৫, ১৪:২৪
প্রতীকী ছবি। Freepik

ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের উপর সাম্প্রতিক যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজও দেশব্যাপী রাজপথে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার মাগুরায় আট বছর বয়সী এক শিশু কন্যার উপর নৃশংস হামলা এবং সাম্প্রতিক সময়ে নারীর উপর যৌন নির্যাতনের খবরে ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠন ছাত্রদল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ফেনী সরকারি কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের আইন অনুসারে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছে তারা।

ফেনীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল জেলা শাখার নেতা কাজী নজরুল ইসলাম দুলাল, জাকের হোসেন রিয়াদ, সাইফুল ইসলাম জিকু, জিয়াউদ্দিন, জিল্লুর রহমান, গিয়াস উদ্দিন স্বপন, জাহেদুল আবেদীন সাগর এবং সাইফুল ইসলাম বাবুল।

এছাড়াও ঝিনাইদহ কলেজের সামনে একটি মানববন্ধন আয়োজন করে ছাত্রদল। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অপরাধ দমনে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মুশফিকুর রহমান মানিক, শাহরিয়ার রাসেল এবং সাকিব হোসেন। 

ঝিনাইদহে কেসি কলেজ পায়রা চত্তরের সামনেও ছাত্রদল একটি মানববন্ধনের আয়োজন করে। যেখানে ছাত্রদল জেলা শাখার সভাপতি সামিনুজ্জামান সামিন এবং সহ-সভাপতি ইমরান হোসেনসহ অন্যান্যরা মানববন্ধনে অংশ নেন।

দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাভারে শিক্ষার্থী ও জনতা প্রতিবাদ সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করে।

সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল শহীদ মারুফ চত্বরে একটি পথসভার আয়োজন করে। 

এছাড়াও, সাভার প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক পার্টি একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। তারা ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

যশোরে জেলা মহিলা দল যশোর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফা, মহিলা দলের নেত্রী রাফাত আরা ডলি, নাহিদ আক্তার, সেলিনা পারভিন শেলী এবং সাবিহা সুলতানা বিক্ষোভ ও মানবন্ধনে যোগ দেন।

বাগেরহাটে কচুয়া উপজেলা শাখা ছাত্রদল এবং কচুয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল যৌথভাবে একটি মানববন্ধন কর্মসূচি পালন করে।

নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে  বিক্ষোভ সমাবেশ করে। নারী ও শিশুদের জীবন ও চলাচলকে বিপন্ন করে তোলা অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০