ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শ্রমিক অসন্তোষ নিরসন ও শ্রম পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করতে শ্রমিক হেল্পলাইন নাম্বার ১৬৩৫৭ (টোল ফ্রি) চালু করা হয়েছে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আরএমজি এবং নন-আরএমজি সেক্টরের শ্রম অসন্তোষ নিরসন ও শ্রম পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং এর লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক এই হেল্পলাইন নাম্বার চালু করে।
এতে আরও বলা হয়েছে, শ্রমিক অসন্তোষ জানাতে শ্রমিক হেল্পলাইন নাম্বারটি (১৬৩৫৭) টোল ফ্রি।