বিভিন্ন অনিয়ম ও ঘুষ দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৯:৩৬

ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস): রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ শাখায় শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি, অনাপত্তিপত্র প্রদান, ছুটি অনুমোদন ও অন্যান্য ফাইল আটকিয়ে ঘুষ দাবি ও হয়রানি করার অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী জেলা কার্যালয়ে থেকে দুর্নীতি দমন কমিশনের একটি সমন্বিত টিম আজ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

দুদক টিম ওই দপ্তর পরিদর্শনকালে অভিযোগের বিষয়ে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ করেছে। এরপর টিম অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করে।

প্রাথমিক পর্যালোচনায় এমনটি পরিলক্ষিত হয়েছে যে, বেশ কিছু আবেদনের প্রক্রিয়াকরণে অতিরিক্ত সময় ব্যয় করা হয়েছে। এ বিলম্ব অসাধু উদ্দেশ্যে করা হয়েছে কি না, তা যাচাইয়ের লক্ষ্যে নথিপত্র সংগ্রহ করে দুদক টিম।

এদিকে রংপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে খামারিদের জন্য বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে বিতরণ না করে আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের রংপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে তিন সদস্যের টিম অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে টিম রংপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্র ও ভুক্তভোগীদের বক্তব্য পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে বলে এনফোর্সমেন্ট টিমের নিকট প্রতীয়মান হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০