ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে মঙ্গলবার বিএসএমএমইউ’র শহীদ ডা. মিলন হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে অংশগহ্রণকারী বিজ্ঞ আলোচকবৃন্দ ইসলামী চেতনাকে জাগ্রত করে সাম্য ও শান্তির ধর্ম ইসলামের আদর্শকে ধারণ করে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত, বৈষম্যবিরোধী, আলোকিত, সাম্যের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন।
ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ সিটির আমীর মো. নুরুল ইসলাম বুলবুল।
ইফতার মাহফিলে অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, বিএসএমএমইউ’র সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মো. দেলোয়ার হোসেন টিটো, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, সহযোগী অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, সহকারী প্রক্টর ডা. মো. আদনান হাসান মাসুদ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ডা. সজীব সরকারের পিতা আব্দুল হালিম সরকার, জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধা মো. আকতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।