মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার 

বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১৯:৪৮

ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : ডিএমপি’র চকবাজার মডেল থানা পুলিশ রাজধানীর চকবাজার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ ১১ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- মো. আকবর আলী (৫০), মো. মহির (৩৫), মো. আছর উদ্দিন (৫০), মো. শফিকুল ইসলাম (৪৩), মো. মুক্তার হোসেন (২৭), মো. দীন ইসলাম ওরফে কালু (২৫), মো. মেহেদী হাসান রনি (৩৫), মো. সিয়াম হোসেন (২৩),  মো. নিরব (২৮), মো. আলমগীর হোসেন (৩৮) ও মো. লিটন মিয়া(৫০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

গতকাল সোমবার চকবাজার থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

চকবাজার মডেল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী ও পরোয়ানাভুক্ত আসামি। 

অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত হতে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০