ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : সাবেক অতিরিক্ত প্রধান তথ্য অফিসার, তথ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত প্রবীণ সদস্য সৈয়দ সাদিকুর রহমান আজ মঙ্গলবার রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, আজ তাঁর গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে দাফন সম্পন্ন করা হবে।
সাবেক অতিরিক্ত প্রধান তথ্য অফিসার সৈয়দ সাদিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ও মহাসচিব মামুন অর রশিদ।
আজ এক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।