ঢাকা, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মংলা বন্দর কর্তৃপক্ষের সাবেক ক্যাপ্টেন মো. শরিফুল আহসানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, ক্যাপ্টেন মো. শরিফুল আহসান খুলনায় বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকান্ডের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৭৯ লাখ ১ হাজার ৫৪৭ টাকা মূল্যের স্থাবর/অস্থাবর সম্পত্তির মালিকানা অর্জন করে নিজ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই, দুদক তার বিরুদ্ধে আজ একটি মামলা দায়ের করেছে।
দুদকের সহকারী পরিচালক স্বপন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।