ঢাকা, ১২ মার্চ, ২০২৫ (বাসস) : শেখ হেলাল, তালুকদার আব্দুল খালেক, শেখ তন্ময়, হাবিবুন নাহারসহ ১২১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
খুলনা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে আহত নাইম শিকদার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর মানবতাবিরোধী অপরাধের এই অভিযোগ দাখিল করেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, ভিকটিম একজন গুলিবিদ্ধ। গত ৪ আগস্ট সে গুলিবিদ্ধ হয়। তার শরীরে এখনও চার শতাধিক গুলির স্প্রিন্টার রয়েছে। তার পিঠে ১টা বড় গুলিও লেগেছিলো। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে খুলনায় পরিচালিত মানবতাবিরোধী অপরাধ সংগঠনে জড়িত আসামিরা। আবেদনে আসামিদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আর্জি পেশ করা হয়।