ঢাকা, ১২ মার্চ, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই সবার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ’র ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব’ রক্ষার স্বার্থেই সাধারণ মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। তারা ভোট দিয়ে যাদের ক্ষমতায় বসাবে তারাই দেশ পরিচালনায় উপযুক্ত। একটি নির্বাচিত সরকারই কেবল দেশ রক্ষা করতে পারে, সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারে।’
‘বিএনপি হচ্ছে জনগণের দল’ এ কথা উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, ‘যারা এই দলকে ভয় পায়, তারাই নির্বাচন আটকে দিতে চাচ্ছে। এই দলকে যারা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশকে রক্ষা করতে বাধা সৃষ্টি করছে, তারাই জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করতে চায়।’
তিনি আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সভাপতি মোক্তার আখন্দ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, ‘যত দ্রুত সম্ভব মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে জাতীয় সংসদ নির্বাচন দেন। তাহলে সবার জন্যই ভালো হবে। না হলে আমাদের বিপদ হতে পারে।’