নারায়ণগঞ্জ, ১৩ মার্চ, ২০২৫(বাসস) : নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ুদূষণকারী ৮টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এ সময় বায়ুদূষণের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে তিনলাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে বুধবার এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সহায়তা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন অভিযুক্ত প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২১-এর ৭(৩) ধারা লঙ্ঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারার আওতায় পপি এন্ড সন্স, মেসার্স জুয়েল এন্টারপ্রাইজ, মেসার্স আবদুল্লাহ কুদ্দুস এন্ড সন্স, এ আর এন্টারপ্রাইজ, এমএস পিয়াস এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বরিক সেন্টার ও তামান্না এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং মেসার্স আবদুল্লাহ রহমান ট্রেডার্স এন্ড ট্রান্সপোর্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নারায়ণগঞ্জের বায়ুদূষণকারী শিল্পকারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।