সাগরপথে পাচারের সময় টেকনাফে দালালসহ ১৮ রোহিঙ্গা উদ্ধার

বাসস
প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১১:৫৩ আপডেট: : ১৩ মার্চ ২০২৫, ১১:৫৮

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় বাংলাদেশী দালালসহ ১৮ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

ওসি জানায়, উদ্ধার করা রোহিঙ্গাদের মধ্যে ১১জন নারী, পাঁচ শিশু ও দুজন পুরুষ রয়েছেন। বাকি একজন দালাল।

তিনি বলেন, বুধবার রাতে সাগরপথে পাচারের জন্য বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ নৌঘাট এলাকায় ১৭ জন রোহিঙ্গা নাগরিককে জড়ো করা হয়েছে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

এ সময় নেজাম উদ্দিন নামে এক বাংলাদেশি দালালকে আটক করা হয়। তার বাড়ি টেকনাফের বাহারছড়ার হাজম পাড়ায়।

উদ্ধার হওয়া রোহিঙ্গা নাগরিকরা উখিয়া এবং টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

উদ্ধার হওয়া রোহিঙ্গা নুরুল আলম পুলিশকে জানান,  চাকরির কথা বলে কুতুপালং ক্যাম্প থেকে টেকনাফে এনে ৫০ হাজার টাকা করে দালালদের কাছে তাদের বিক্রি করে দেয়। এরপর দালালরা হাত-পা বেঁধে গহীন পাহাড়ে নিয়ে গিয়ে তাদের নয় দিন আটকে রাখে। 

ুধবার রাতে মালয়েশিয়া পাচারের জন্য নৌকায় তোলার সময় পুলিশ তাদের উদ্ধার করে।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সাগরপথে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নারী শিশু সহ ১৮ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। এ ঘটনায় বাংলাদেশি এক দালালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রীসহ প্রবেশ করা যাবে না
১০